তাহিরপুরে বালু পাথর চুরির অভিযোগে ৩ জনকে কারাদণ্ড
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীর পাড় (তীর) কেটে বালু পাথর চুরির অভিযোগে তিনজনকে সাজাপ্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু পাথর বোঝাই তিনটি ইঞ্জিল চালিত ট্রলার জব্দ করা হয়।১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সান্ধ্যায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের দায়িত্বশীল সুত্র এ তথ্য নিশ্চিত করেন।সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার দিঘিরপাড় গ্রামের দুলাল মিয়ার ছেলে রাখাব উদ্দিন ও কাঞ্চনপুর গ্রামের মুক্তার মিয়ার ছেলে ফারুক হোসেন এবং মাহতাবপুর গ্রামের রমজান মিয়ার ছেলে আলেক শাহ।জেলা প্রশাসনের দায়িত্বশীলল সূত্র জানায়, তাহিরপুরের সীমান্ত নদী জাদুকাটা সেতুর পাশে রাজারগাঁও অদ্বৈত প্রভুর আখড়া বাড়ি মন্দির সংলগ্ন নদীর পাড় (তীর) কেটে খনিজ বালু পাথর চুরি করে নিয়ে যাচ্ছিল। এসময় সুনামগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে তাদের তিনজনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই তিনজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।