• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৪৭:২৭ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৪৭:২৭ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

রামপালে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য ৫০০ রোগী বাছাই

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বরাবরের মত এ বছরও চোখের ছানি অপারেশন ও ল্যান্স সংযোজনের জন্যে ৫ শতাধিক রোগী বাছাই সম্পন্ন হয়েছে। রামপাল-মোংলার রোগীসহ আশপাশের জেলা ও উপজেলার রোগীরা চোখ অপারেশন ও লেন্স সংযোজনের সুযোগ পাচ্ছেন।১৭ মে শুক্রবার বড়দিয়া হাজী আরিফ মাদ্রাসা মাঠে দিনব্যাপী ঢাকা মেগা সিটি লায়ন ক্লাব ও দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা এবং লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের সহযোগিতায় এ কার্যক্রম চলেছে।ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানী অপারেশনের রোগী বাছাই করা হয়েছে। শুধুমাত্র বাছাইকৃত ছানি পড়া রোগীদের ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালে লেন্স সংযোজনের মাধ্যমে অপারেশন করা হবে।লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম জানান, মানুষের সেবার মধ্যদিয়েই যেন আমার মৃত্যু হয় এবং এ কাজের মধ্যে দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। ইতিমধ্যে মোংলা-রামপালের ৫ হাজার ৯০০ জন মানুষকে বিনামূল্যে অপারেশন করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন, ব্যারিস্টার জাকির হোসেন, ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কামরুল ইসলাম গোরা। চক্ষু শিবির পরিচানায় ছিলেন খান আলী আজমসহ নেতৃবৃন্দ।উল্লেখ্য, মানব সেবার উদ্দেশ্যে ২০০৯ সাল থেকে লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের ব্যতিক্রমী সেবার মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হয়। ওই সময় প্রায় ৫০ হাজার রোগীকে প্রাথমিক চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছিল।