ব্যাটারি চুরির করতে গিয়ে আটক হয়ে একই দিনে ঘরে ফিরল ৩ চোর
পুবাইল (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের পূবাইলের ৩৯নং ওয়ার্ডের মিম গার্মেন্টসে গাড়ির ব্যাটারি চুরির দায়ে কারখানার নিরাপত্তা কর্মী ও জনতা ৫টি ব্যাটারিসহ হাতেনাতে চোর ধরে পুলিশে দেয়। অভিযোগ উঠেছে, পূবাইল থানা পুলিশ অন্য মামলার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা ঘুস খেয়ে ছেড়ে দেয়ার কথা বলে মঙ্গলবার প্রসিকিউশন মামলায় আদালতে চালান দেন। ফলে একই দিনে ৩ চোর নিজ নিজ বাড়িতে ফিরে আসে।চাঞ্চল্যকর চুরির ঘটনাটি ঘটে নগরীর পূবাইল থানার ৩৯নং ওয়ার্ডের হায়দরাবাদে মিম পোশাক কারখানা এলাকায়। বিষয়টি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।জনতা ও কারখানা নিরাপত্তাকর্মীদের হাতে আটক চোরেরা হলেন একই এলাকায় বসবাসরত আনিস, সফিকুল ও শাওন।জানা যায়, সোমবার দিনদুপুরে পোশাক কারখানায় শ্রমিক পরিবহনে নিয়োজিত ৬টি গাড়ির ব্যাটারি খুলে নিলে হাতেনাতে ৩ চোরকে ধরে ফেলে জনতা ও কারখানা নিরাপত্তাকর্মীরা। পরে পুলিশ খবর দিলে পূবাইল থানার এসআই জনি এসে ৩ চোরকে থানায় নিয়ে যায়। ওই দিন রাতে চোরের আত্মীয়স্বজনদের সাথে পুলিশ ৩০ হাজার টাকায় রফাদফা করে প্রসিকিউশন মামলায় মঙ্গলবার আদালতে পাঠালে একই দিনে মুক্ত হয়ে বাড়িতে চলে যায় চোরেরা।অন্যদিকে চোরদের আত্মীয়রা জানান অন্যকথা। তারা বলেন, মামলার ভয় দেখিয়ে পুলিশ আমাদের থেকে ৩০ হাজার টাকা নিয়েছে ছেড়ে দিবে বলে। কিন্তু মঙ্গলবার সকালে মামলা দিয়ে আদালতে পাঠিয়ে দেয়।এ বিষয়ে জানতে চাইলে পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম জানান, বাদী পক্ষের কোনো অভিযোগ না থাকায় তাদের প্রসিকিউশন দেওয়া হয়েছে, টাকা লেনদেন এর বিষয়ে আমার জানা নেই।