• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ১২:৩২:২৯ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ১২:৩২:২৯ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

বীরগঞ্জে চোর চক্রের ছয় সদস্য আটক

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে চোর চক্রের ছয় সদস্যকে আটক করেছে বীরগঞ্জ থানা পুলিশ। ১ মার্চ শনিবার রাতে  বীরগঞ্জ থানা পুলিশ সদস্যদের একটি চৌকস দল অফিসার ইনচার্জ মো. আব্দুল গফুরের দিকনির্দেশনায় উপজেলার কাহারোলসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।  আটক ব্যক্তিরা হলেন, কাহারোলের রামপুর ঘনপাড়া এলাকার নিপেন চন্দ্র দাস ও তার পুত্র কমল বাবু দাস(৩০), ভোগডোমা এলাকার ফারুক হোসেন (২৪), চাকাই এলাকার শাহিন আলম (২০), রাজিবপুর এলাকার মো. জহিরুল (৩০), মো. আমিনুল (২৫) ও মো. সুমন (২২)।বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল গফুর জানান, আমরা জনগণের নিরাপত্তার স্বার্থে সর্বদা প্রস্তুত এবং এই অভিযান অব্যাহত থাকবে।