কাঞ্চননগরে অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন টিম লিজেন্ড
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফুটবল টুর্নামেন্টে ডা. আলাউদ্দিন ও টনির মালিকানাধীন ‘টিম লিজেন্ড’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।২৫ জানুয়ারি শনিবার বিকেলে বিদ্যালয় মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ ফাইনালে ট্রাইব্রেকারে ভিন্টেজ ভিক্টরসকে পরাজিত করে টিম লিজেন্ড।খেলা শেষে ইঞ্জিনিয়ার মোবারক হোসেন রুবেলের সঞ্চালনায় ও আনোয়ারুল আজিমের সভাপতিত্ত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাফ জয়ী প্রাক্তন খেলোয়াড় আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন টুর্নামেন্টের আহবায়ক ইঞ্জিনিয়ার কফিল উদ্দিন, অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মামুনুল হক, অ্যাসোসিয়েশনের সদস্য প্রাক্তন ছাত্র হান্নান চৌধুরী, শফিউল আজম, শহিদুল আলম ও মোজাম্মেল তালুকদার। এ সময় প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।বক্তারা সুন্দর ও সফল একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান। আগামীতেও এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে টুর্নামেন্টের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।পরে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে ট্রপি ও প্রাইজমানি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।