• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:০৪:২৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:০৪:২৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট

টাঙ্গাইল প্রতিনিধি: বন্যার্তদের সহায়তার জন্য অর্থ সংগ্রহে টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনারে চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়েছে। ‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিমথ’ শিরোনামে কনসার্টটির আয়োজন করেছে সরকারি সাদত কলেজ। এতে বিনা পারিশ্রমিকে গান গেয়েছে স্বনামধন্য কয়েকটি ব্যান্ডদল।২৯ আগস্ট বৃহস্পতিবার বিকালে শহরের শহীদ মিনারে কনসার্টটি শুরু হয়। চলবে রাত ৯টা পর্যন্ত।কনসার্ট আয়োজনের বিষয়ে সরকারি সাদত কলেজের আব্দুল্লাহ আল মামুন, সাব্বির হোসেন, জুয়েল হিমুসহ অনেকে বলেন, বর্তমানে আমাদের দেশটা একটি ভয়াবহ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই দুর্যোগ পরিস্থিতির জন্য আন্তর্জাতিক মহলে যে ষড়যন্ত্র চলছে তার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এই সংকট মুহূর্তে যদি কিছু করতে পারি সেটাও গানের মাধ্যমে। যত দ্রুত সম্ভব বন্যার্তদের পাশে দাঁড়ানো আমাদের মুখ্য উদ্দেশ্য। বন্যার্তদের সহযোগিতার জন্যই আমরা সরকারি সাদত কলেজ একটি কনসার্টের আয়োজন করেছি।এসময় উপস্থিত ছিলেন সরকারি সাদত কলেজের অধ্যক্ষ সুব্রত নন্দীসহ টাঙ্গাইলের সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীবৃন্দ।