• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:৩১:৩৫ (18-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:৩১:৩৫ (18-Apr-2025)
  • - ৩৩° সে:

ফুলবাড়ীতে অনুষ্ঠিত হলো চড়ক পূজা ও মেলা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার খয়ের বাড়ি ইউনিয়নের উদ্যোগে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা প্রতিবছরের ন্যায় এ বছরও অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনুষ্ঠান দেখতে আসা দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শ্মশান কালী মন্দির প্রাঙ্গন।এই মেলাতে দর্শনার্থীরা যেমন বিনোদন পেতে আসে তেমনি ভক্তরা আসে বিভিন্ন মানত নিয়ে। কয়েকজন ভক্তের সাথে কথা বলে জানা যায়, যাদের বাচ্চা হয় না, এখানে পূজা দিলে তাদের মনের আশা পূর্ণ হয় এমন বিশ্বাস তারা রাখে।খয়ের বাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শামীম হোসেন বলেন, প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হয় হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি অনেক ভালো। আগামীতেও যেন ভালোভাবে অনুষ্ঠিত হয় সকলের কাছে এই কামনা করি।মেলা কমিটির পক্ষে ৫ নং ইউপি সদস্য সুকুমার রায় বলেন, প্রতি বছরের মত এবারও এই মেলার আয়োজন করতে পেরে আমরা অনেক আনন্দিত। দর্শনার্থী ও ভক্তদের উপস্থিতি অনেক ভালো ছিল।