• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সকাল ০৬:৩৮:১৪ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সকাল ০৬:৩৮:১৪ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

কুড়িগ্রাম ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সাকিব-শোভন

পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির ৬ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার ছাত্র কল্যাণ সমিতির সাবেক সভাপতি জহির রায়হান এবং সাবেক সাধারণ সম্পাদক ফাহিম শিহাব স্বাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন গণিত  বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির ইফতেখার সাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী শোভন রায়হান। অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি আবদুল্লাহ উল নুর, যুগ্ম সাধারণ সম্পাদক আয়েশা রহমান, সাংগঠনিক সম্পাদক হান্নান শাহ ও প্রচার সম্পাদক খাদেমুল ইসলাম অনিক।সভাপতি সাব্বির ইফতেখার সাকিব বলেন, কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির পরিবারকে আমি আমার অন্তঃকরণ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন তাদের ধন্যবাদ। সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে আমি অত্যন্ত উচ্ছ্বসিত এবং আনন্দিত।সাধারণ সম্পাদক শোভন রায়হান বলেন, উত্তরবঙ্গের পিছিয়ে পড়া জেলা হিসেবে কুড়িগ্রাম থেকে আগত নবীন শিক্ষার্থীদের পাবিপ্রবির নতুন পরিবেশে মানিয়ে নিতে নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। উদ্ভূত পরিস্থিতিতে কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি সবসময় তাদের পাশে অভিভাবকের মতো সাপোর্ট দেয়ার চেষ্টা করবে।