• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ১০:০৩:৪২ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ১০:০৩:৪২ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

কুতুবপুরে প্রগতি ছাত্র সংসদের উদ্যোগে ৫ শতাধিক বৃক্ষরোপণ

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বিভিন্ন ছাত্র সমিতি ও  সামাজিক সংগঠনের উদ্যোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে প্রায় ৫ শতাধিক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।৮ জুন শনিবার সকাল ১১টায় কুতুবপুর ইউনিয়নের শাহী মহল্লা এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন কুতুবপুর ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুল আলম সেন্টু।তীব্র তাপদাহে যখন জনজীবন একেবারেই বিপন্ন, কুতুবপুর ইউনিয়ন প্রগতি ছাত্র যুব সংসদের উদ্যোগে প্রায় এক মাস আগে থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়।সেই ধারাবাহিকতায় শনিবার সকাল ১১টায় শাহী মহল্লা এলাকায় ডিএনটি প্রজেন্টের দুইপাশে বিভিন্ন প্রজাতির প্রায় ৫ শতাধিক বৃক্ষরোপণ করেছে সংগঠনের নেতৃবৃন্দ।এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু বলেন, যেভাবে দিন দিন গরম বাড়ছে, তীব্র দাবদাহ বাড়ছে, তাতে আমাদের পরিবেশ ভালো রাখতে সকলের উচিত গাছ লাগানো।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, থানার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মাহবুবুর রহমান, প্রগতি ছাত্র সংসদের সভাপতি মোহাম্মদ লিটন ও সাধারণ সম্পাদক মনির হোসেন।এছাড়া, নাগরিক ফোরামের সভাপতি জামাল উদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক শিক্ষক মিন্টু, মিসির আলি কলেজের গভর্নিং সদস্য দেলপাড়া হাজী, এম এ জাহের মোল্লাসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।