• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৮:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৮:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

মহানবির অবমাননার প্রতিবাদে উত্তরায় আলেম ও ছাত্রজনতার বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ভারতের ক্ষমতাসীন বিজেপির এমএলএ নিতেশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজের মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে ঢাকার উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে আলেম ওলামা ও আন্দোলনকারী ছাত্রজনতা।২৭ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর পলওয়েল সেন্টারের সামনে থেকে বিশাল মিছিল যাত্রা শুরু করে জসীমউদ্দিন হয়ে বিএনএস সেন্টারে এসে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আয়োজন সমাপ্ত হয়।বৃহত্তর উত্তরার উলামায়ে কেরাম এবং ছাত্রজনতার উদ্যোগে আয়োজিত এই বিশাল প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে আশেপাশের বিভিন্ন স্কুল-কলেজ-ইউনিভার্সিটি-মাদ্রাসার ছাত্র-শিক্ষক, মসজিদের ইমাম এবং হাজারো মুসল্লি অংশ নেন।সমাবেশে বক্তারা ভারতের পুরোহিত রামগিরি ও বিজেপির বিধায়ক নিতেশ রান কর্তৃক নবিজির (সা.) অবমাননার তীব্র প্রতিবাদ জানান। তারা ভারত সরকারের কাছে অবিলম্বে এই দুই কটুক্তিকারীর সর্বোচ্চ বিচার দাবি করেন। এছাড়াও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রীয়ভাবে পুরোহিত রামগিরি ও বিধায়ক রানেকে দ্রুত বিচারের আওতায় আনতে ভারত সরকারকে চাপ দেয়ার আহ্বান জানান বক্তারা।প্রত্যেক সাম্রাজ্যে যেমন শেষ সীমানা থাকে তেমনই মুসলমানদের শেষ সীমানা রাসুলের ইজ্জত। এখানে যে সীমা লঙ্ঘন করবে তাকে শক্তভাবে প্রতিহত করা হবে বলেও বক্তারা কড়া হুঁশিয়ারি দেন।সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারকে ভারতের সঙ্গে আওয়ামী সরকারের নতজানু পররাষ্ট্র নীতি বর্জন করে চোখে চোখ রেখে কথা বলার পররাষ্ট্র নীতি গ্রহণ করার দাবি জানানো হয়। সেই সঙ্গে আওয়ামী লীগের আমলে বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সব চুক্তিকে দেশের স্বার্থের অনুকূলে নবায়ন করারও দাবি জানান তারা।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উত্তরা ১২নং সেক্টর মসজিদের খতিব আল্লামা নাজমুল হাসান কাসেমী, আল্লামা জুনায়েদ আল হাবিব (দা. বা.), জামিয়া সুবহানিয়া মুহতামিম মাওলানা মহিউদ্দিন মাসুম, উত্তরা ৩নং সেক্টর তাকওয়া মসজিদের খতিব মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী, মাওলানা আনিসুর রহমান, মাওলানা কেফায়েতুল্লাহ নোমানী, মাওলানা নুরুল ইসলামসহ বৃহত্তর উত্তরার উলামায়ে কেরাম এবং ফরহাদ সোহেল, এহসান সাদী, মাহতাব খান বাধন, তানভির আহমেদ, রফিকুল ইসলাম আইনসহ বৃহত্তর উত্তরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।