• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই ফাল্গুন ১৪৩১ বিকাল ০৩:২২:২৮ (27-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই ফাল্গুন ১৪৩১ বিকাল ০৩:২২:২৮ (27-Feb-2025)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে রাবিপ্রবির নিষিদ্ধ ছাত্রলীগের নেতা বিশ্বজিৎ গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি: অপারেশন ডেভিল হান্টের আওতায় অভিযান পরিচালনা করে এবার রাঙামাটিতে বিশ্বজিৎ শীল সাগর নামের এক ছাত্রনেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে কোতোয়ালি থানা পুলিশ।বিশ্বজিৎ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা বলে জানা গেছে। তার বাড়ি রাঙামাটির লংগদু উপজেলায় হলেও শহরের রিজার্ভ বাজারের ১নং পাথরঘাটা এলাকায় থাকতেন।গ্রেফতারের বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ। পুলিশ জানায়, গ্রেফতার বিশ্বজিৎ বিগত জুলাই-আগষ্টের হামলাসহ নানান সন্ত্রাসী কর্মকান্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলো।এদিকে, রাঙামাটি রাবিপ্রবির শিক্ষার্থীরা জানিয়েছে, বিশ্বজিৎ শীল সাগর বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন রাঙামাটি রাবিপ্রবিতে সাধারণ শিক্ষার্থীদের ধরে ধরে সারাশরীর চেক করতো এবং মোবাইল চেক করে ইসলাম ও বিএনপি জামায়াতের কোনো কিছু দেখতে পেলে সাথে সাথেই মারধর করতো এবং ভর্ৎসনা করতো।তার অত্যাচারে অতিষ্ঠ ছিলো রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে, রাঙামাটি পুলিশ সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত রাঙামাটিতে অপারেশন ডেভিল হান্টে প্রায় ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।