• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই মাঘ ১৪৩১ রাত ০৩:২৭:২৬ (24-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই মাঘ ১৪৩১ রাত ০৩:২৭:২৬ (24-Jan-2025)
  • - ৩৩° সে:

কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি সম্রাট গ্রেফতার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক কবীর সম্রাটকে গ্রেফতার  করেছে পুলিশ।২৩ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকার বাড্ডা থানার আফতাবনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইসতিয়াক কবীর সম্রাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীরের ছেলে।বাড্ডা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ইসতিয়াক কবীর সম্রাট আফতাবনগর এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে কালিয়াকৈর থানাকে অবহিত করা হয়েছে।কালিয়াকৈর থানার অপারেশন ইন্সপেক্টর যোবায়ের আহমেদ জানান, বাড্ডা থানা থেকে সম্রাটকে গ্রেফতারের বিষয়টি জানানো হয়েছে। দ্রুত তাকে কালিয়াকৈর থানায় নিয়ে আসা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।