• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই কার্তিক ১৪৩১ ভোর ০৪:৩৩:৫১ (02-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৭ই কার্তিক ১৪৩১ ভোর ০৪:৩৩:৫১ (02-Nov-2024)
  • - ৩৩° সে:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ

রংপুর ব্যুরো: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।২৮ অক্টোবর সোমবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সিন্ডিকেট সভা শেষে সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী এ কথা জানান।ভিসি বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে আবু সাঈদ হত্যাকাণ্ডে দুইজন, ৭২ জন শিক্ষার্থী ও ৭ জন কর্মকর্তা কর্মচারীকে বহিষ্কার করা হয়েছে।এছাড়াও বিশ্ববিদ্যালয় গেজেট অনুযায়ী কোনো শিক্ষক কর্মকর্তা বা কর্মচারী কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য হতে পারবেন না। যদি কেউ হয়ে থাকে, প্রমাণ পেলে তার বিরুদ্ধেও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।