ছারছীনা দরবারের ১৩৪তম মাহফিলের শুভ উদ্বোধন
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলার নেছারাবাদের ছারছীনা দরবারে অগ্রহায়ণ মাসের ১৩৪তম ৩ দিনব্যাপী বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন শুরু করা হয়েছে।২৯ নভেম্বর শুক্রবার রাত ৮টায় মাহফিলের শুভ উদ্বোধন করেন আমীরে হিজবুল্লাহ ছারছীনা শরীফের আলা হজরত পীর সাহেব হুজুর কেবলা আলহাজ মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন।বাংলাদেশের বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে মাহফিলে প্রায় ৬ হাজার ভক্ত আগতদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় স্বেচ্ছাসেবক, চিকিৎসা ব্যবস্থা, গাড়ি পার্কিং, বিশুদ্ধ পানিসহ মাহফিলের পূর্বেই সকল ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে ছারছীনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. রূহুল আমিন আফসারী।এছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মাহফিলে অংশ গ্রহণের জন্য লঞ্চ, বাস, ট্রাক ও ট্রলার রিজার্ভ করে হাজার হাজার ভক্ত-মুরীদানসহ মুসলমানগণ মাহফিলে আসতে শুরু করেছেন। অতঃপর শুক্র, শনি ও রোববার তিন দিন মাহফিলের কার্যক্রম চলমান শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলে সমাপ্তি হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।মাহফিলে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ও সিসি ক্যামেরায় নজরদারি থাকবে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন।