• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা পৌষ ১৪৩১ রাত ১০:০১:৫৬ (18-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা পৌষ ১৪৩১ রাত ১০:০১:৫৬ (18-Dec-2024)
  • - ৩৩° সে:

ফতুল্লায় জনতার গণধোলাইয়ে ছিনতাইকারী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ফতুল্লার দুর্ধর্ষ ছিনতাইকারী কামরুল (২৭) গণপিটুনিতে নিহত হয়েছে। ১৫ ডিসেম্বর রোবাবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় কামরুল মারা যায়।এর আগে রোববার বেলা একটার দিকে শিয়াচর তক্কার মাঠ এলাকায় সে গণপিটুনির শিকার হয়।নিহত কামরুল চাদপুর জেলার হাইমচর থানার হাইমচরের মাইনুদ্দিন পাটোয়ারি ওরফে হুমায়ুন কবির ওরফে জাহাঙ্গীরের পুত্র। তারা স্বপরিবারের শিয়াচর তক্কার মাঠ এলাকায় বসাবাস করে।জানা যায়, নিহত কামরুল একজন পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণসহ অনেক মামলা রয়েছে।বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গণপিটুনীর শিকার হওয়ার পর সংবাদ পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।