• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ০৯:৪৭:১৩ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ০৯:৪৭:১৩ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

পিরোজপুরে জঙ্গি সংগঠন ইসকনের বিরুদ্ধে বিক্ষোভ

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলায় ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইসকন কর্তৃক চট্টগ্রামে অ্যাড. সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে শহিদ করা, মসজিদ ভাঙচুর, কোরআন শরীফ পোড়ানোসহ রাষ্ট্রদ্রোহী সকল কর্মকাণ্ডের প্রতিবাদে ২৯ নভেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২৯ নভেম্বর শুক্রবার ২টার দিকে পিরোজপুর জেলা শহরের কেন্দ্রীয়  জামে মসজিদ (বড়মসজিদ) মোড় থেকে, পিরোজপুর জেলা ওলামা পরিষদ ও সাধারণ মুসল্লিদের উদ্যোগে মাওলানা মো. ছিদ্দিকুল্লাহ (ইমাম) এর সভাপতিত্বে ইসকনকে নিষিদ্ধ এবং হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায়  কেন্দ্রীয় মসজিদ মোড়ে এসে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।এসময় মিছিলে উপস্থিত ছিলেন- মাওলানা মো. আহসান উল্লাহ (ইমাম), আ. সালাম জামে মসজিদ মুর্শিদ বাড়ি রোড, পিরোজপুর। মাওলানা হাফিজুর রহমান, বাইতুল আমান জামে মসজিদ বলাকা ক্লাব মোড়। মাওলানা মো. আল মামুন, (ইমাম) ডাক্তার বাড়ি জামে মসজিদ ভাইজোরা, পিরোজপুর। মাওলানা মো. হাফিজুর রহমান,(ইমাম) ইদগাহ জামে মসজিদ পিরোজপুর। আব্দুস সালাম বাতেন, বীর মুক্তিযোদ্ধা ও সভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দল, পিরোজপুরসহ প্রতিবাদী হাজারো জনতা।বক্তাগণ বলেন, ২৬ নভেম্বর ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইসকন কর্তৃক চট্টগ্রামে আলিফকে কুপিয়ে শহিদ করা, মসজিদ ভাঙচুর এবং সাধারণ মুসল্লি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলাসহ বাংলাদেশের জাতীয় পতাকার উপরে ইসকনের  গেরুয়া পতাকা উত্তোলন করে রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে। আমরা এই বিক্ষোভ মিছিল থেকে প্রধান উপদেষ্টার কাছে নিম্নোক্ত ৩টি দাবি প্রশাসনের মাধ্যমে জানাতে চাই-১. অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের বিচারপূর্বক ফাঁসি  দিতে হবে। ২. বাংলাদেশে ইসকনের নিবন্ধন বাতিল করতে হবে। ৩. বাংলাদেশের ৬৪ জেলায় ইসকনের কার্যক্রম বন্ধ করতে হবে।বক্তাগণ আরও বলেন, আগামী রোববার পিরোজপুর জেলা প্রশাসককে এ দাবির স্মারক লিপি প্রদান করা হবে। সরকার এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে ইসকন প্রার্থীদের নিজ হাতে দমন করবে বলে জানান তারা।