• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪১:৫৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪১:৫৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ছাত্র আন্দোলনে ১৫৮১ জন শহিদ হয়েছেন: স্বাস্থ্য বিষয়ক উপ কমিটি

নিজস্ব প্রতিনিধি: দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের তালিকা প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটি। সর্বশেষ তথ্যমতে সারা দেশে মোট ১৫৮১ জন নিহতের খবর প্রকাশ করা হয়েছে।২৮ সেপ্টেম্বর শনিবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে স্বাস্থ্য উপ-কমিটি, নাগরিক কমিটিসহ অংশীজনদের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।এরআগে ২১ আগস্ট কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে আহতদের চিকিৎসা পর্যবেক্ষণ করতে স্বাস্থ্যবিষয়ক উপ-কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। উপ-কমিটিতে আহ্বায়ক হিসেবে নাহিদা বুশরা ইতি ও সদস্য সচিব হিসেবে তারেকুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছিল।অন্যান্য সদস্যরা হলেন-আবদুল্লাহ ইবনে হানিফ আরিয়ান, মো. মাসউদুজ্জামান, মো. রাসেল মাহমুদ, মো. রিয়াজ উদ্দিন সাকিব, শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন, ডা. মো. মনিরুজ্জামান, ডা. আতাউর রহমান রাজিব, ডা. ইফফাত জাহান নাদিয়া, মাহমুদল হাসান, মো. মেহেদি হাসান, আব্দুল্লাহ আল মাহমুদ (মেহেদি), মো. মাশরাফি সরকার, শাহরিয়ার হাসনাত তপু, মো. রামিম খান ও আবির হাসান।