• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১০:৪৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১০:৪৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

বরিশালে ২৫০০ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ী গ্রেফতার

বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীর পলাশপুর এলাকায় বিশেষ অভিযানে র‍্যাব-৮ এর সদস্যরা ২৫০০ কেজি নিষিদ্ধ পলিথিনসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।১২ নভেম্বর মঙ্গলবার গভীর রাতে বরিশাল সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের পলাশপুর ৩ নম্বর মসজিদ গলিতে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতার মো. আক্কাস হাওলাদার (৪২) মৃত আ. হামেদ হাওলাদারের ছেলে। তিনি পলাশপুর ৩ নম্বর মসজিদ গলির স্থায়ী বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা গেছে, আক্কাস ও তার পরিবারের সদস্যরা পলাশপুর এলাকা থেকে বরিশালের পোর্ট রোড, বাজার রোড, চকবাজার, সিটি মার্কেটসহ বিভাগের বিভিন্ন অঞ্চলে নিষিদ্ধ পলিথিন সরবরাহ করে আসছিলেন।র‍্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশ অনুযায়ী, সারাদেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত বন্ধে কঠোর অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৩৫ বস্তায় আনুমানিক ২৫০০ কেজি পলিথিন জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।র‍্যাব-৮ এর উপ-অধিনায়ক আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি বরিশালসহ আশপাশের জেলাগুলোতে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন ও সরবরাহ বন্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।উল্লেখ্য, কিছুদিন আগেও আক্কাস বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিনের চালানসহ গ্রেপ্তার হন। তবে স্বল্প সময়ের সাজা ভোগ করে মুক্তি পাওয়ার পর পুনরায় অবৈধ এই ব্যবসায় যুক্ত হন।