• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে কার্তিক ১৪৩১ সকাল ১০:৫৬:৫৮ (14-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে কার্তিক ১৪৩১ সকাল ১০:৫৬:৫৮ (14-Nov-2024)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে বনবিভাগের জমি উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৫০ শতাংশ জমি পুনরুদ্ধার করেছে বন বিভাগ।৯ নভেম্বর শনিবার দুপুরে উপজেলার সিনাবহ, খন্দকারপাড়া এবং রাঙামাটি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় প্রায় ২০টি অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।বন বিভাগ সূত্রে জানা গেছে, কিছু অসাধু ব্যক্তি উৎকোচের বিনিময়ে সরকারি বনের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে আসছিল। বিষয়টি নজরে আসার পর চন্দ্রা বিট কর্মকর্তা সাইফুল বারীসহ কর্মকর্তাদের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম জানান, বনের জমি দখলকারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।