সিলেট কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ
স্টাফরিপোর্টার, সিলেট: সিলেট নগরীর জিন্দাবাজার তাঁতীপাড়ায় ব্যক্তিমালিকানাধীন রাস্তার দেয়াল ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে।ভুক্তভোগীর দাবি, কোনো প্রকার পূর্ব ঘোষণা কিংবা নোটিশ ছাড়াই রাস্তার দেয়াল ভেঙে দেওয়া হয়েছে।জানা গেছে, সিলেট মিউনিসিপ্যালিটি মৌজায় জে.এল. নং ৯১, এস.এ খতিয়ান নং ১৪৩/৯৮৫ এর ০.১০৫০ একর ভূমির উত্তরাধিকারসূত্রে কাজী মোশাররফ হোসেনের। দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব প্রদান করে আসছেন তিনি। সম্প্রতি সরকারি অফিসে চলাচলের অজুহাতে কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই বাড়ির পার্শ্ববর্তী দেয়াল ভেঙে গেইট স্থাপন করেছে কাস্টমস কর্তৃপক্ষ, এমনটিই অভিযোগ করেছেন ভুক্তভোগী ভূমি মালিক কাজী মোশাররফ হোসেন।এদিকে কাস্টমস কর্তৃপক্ষের দাবি, ভূমিটি কাস্টমসের নিজস্ব সম্পত্তি। তবে ভূমির মালিকানা বুঝে পেতে কাস্টমস কমিশনারের কাছে ১৮ নভেম্বর লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক সৃষ্ট বাধা অপসারণ করার কথা বলা হয়েছে জানিয়েছেন ভুক্তভোগীর আইনজীবী সৈয়দ মোহাম্মদ তারেক। এছাড়াও ব্যক্তি মালিকানাধীন ভূমি ও রাস্তার দেয়াল ভাঙার বিষয়ে সাংবাদিকরা কথাও বলতে চাইলেও কথা বলতে রাজী হয়নি কাস্টমস কর্তৃপক্ষ।