• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১৪:৪৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১৪:৪৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

মতলবে ধানের চারা ফেলার জমি নিয়ে বিরোধের ঘটনায় নিহত ১

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামে ধানের চারা ফেলা নিয়ে তর্কের একপর্যায়ে মারধরের ঘটনায় কবির সরকার (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন।নিহত কবির সরকার ছোট লক্ষ্মীপুর গ্রামের মৃত. হান্নান সরকারের ছেলে।৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বাড়ির পাশের ধানের চারা ফেলার জায়গা নিয়ে তর্ক হয় একই গ্রামের মৃত. ছিদ্দিক প্রধানের ছেলে মানিক প্রধান (৫৫) এর সাথে। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করাসহ কিল ঘুষি মারতে থাকেন মানিক প্রধান। এ সময় মানিক প্রধানের সাথে একই গ্রামের মুকবিল হোসেন ও মানিক প্রধানের স্ত্রী শামসুন নাহার ছিলেন। কিল ঘুষি ও উপর্যুপোরি আঘাতে কবির সরকার মৃত্যুর কোলে ঢলে পড়েন।মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়েছি, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।