• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৫১:১৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৫১:১৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ার সরফভাটা মারমা পল্লীতে জলকেলি উৎসব

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বর্ষবরণ ও বর্ষবিদায় উপলক্ষে মারমা সম্প্রদায়ের দিনব্যাপী ‘সাংগ্রাই পোয়ে’ বা জলকেলি উৎসব অনুষ্ঠিত হয়েছে।১৮ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার সরফভাটা ইউনিয়নের চিড়িং বড়খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়।তপ্ত রোদ উপেক্ষা করে উৎসবের দিন রাঙ্গুনিয়াসহ পাশ্ববর্তী জেলার বিভিন্ন স্থান থেকে আসা উপজাতি তরুণ-তরুণীরা জলকেলিতে মেতে ওঠেন। স্থানীয় শত শত বাঙালিরাও এই উৎসবে যোগ দেন।বড়খোলা পাড়া গ্রামবাসীর ব্যানারে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, জলকেলি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জলকেলি উৎসব উপলক্ষে মেলার আয়োজন করা হয়।উৎসব উদযাপন কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক অনন্ত মারমা চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী। উদ্বোধক ছিলেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফি, মনির আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. হারুন প্রমুখ।