• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ১০:৫৩:৩৩ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ১০:৫৩:৩৩ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংগঠন অ্যাড ভিশন বাংলাদেশের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিবেশ, জলবায়ু বিষয়ক ও সামাজিক সংগঠন অ্যাড ভিশন বাংলাদেশের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় নগরের চট্টগ্রাম ক্লাবের বিপরীতে কুক আউট রেস্টুরেন্টে বর্ণাঢ্যা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল আলোচনা সভা, দায়িত্ব হস্তান্তর, কেক কাটা, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজ।দিনের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন সংগঠনের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো. বায়েজিদ ফরায়জী। সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাজেদুল আলম চৌধুরি মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট মানবাধিকার নেতা ও সমাজসেবী  আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ।প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব, দৈনিক ভোরের আওয়াজ ও দি ডেইলি ব্যানারের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান বিশিষ্ট লেখক ও সাংবাদিক মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম ডায়াবেটিস জেনারেল হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ডোনার মেম্বার, করোনা যোদ্ধা, বিশিষ্ট সমাজসেবী ও মানবিক সংগঠক ইন্জিনিয়ার লায়ন মো. জাবেদ আবছার চৌধুরি।প্রধান অতিথির বক্তব্যে মানবাধিকার নেতা মো. আব্দুল আজিজ বলেন, পরিবেশ উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশে অ্যাড ভিশন বাংলাদেশ জনপ্রিয় নাম। দীর্ঘ ১৭ বছর ধরে সারা দেশে পরিবেশ উন্নয়ন ও জলবায়ু সংকট নিরসনে কাজ করছে তারা। অ্যাড ভিশন বাংলাদেশের কর্মকাণ্ড অনুসরণীয় ও অনুকরণীয়।প্রধান আলোচক লেখক মো. কামাল উদ্দিন বলেন, চট্টগ্রামসহ সারাদেশে অ্যাড ভিশন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের ক্ষেত্রে সাহসী নাম। তাদের সাহসী নেতৃত্ব ও সামাজিক আন্দোলন পরিবেশ উন্নয়ন ও জলবায়ু সংকট নিরসনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে।উদ্বোধকের বক্তব্যে ইন্জিনিয়ার লায়ন মো. জাবেদ আবছার চৌধুরি বলেন, বিলুপ্তপ্রায় খেজুর গাছ ও সোনালি গাছের চারা রোপণ করে সারা দেশে বেশ আলোচিত ও প্রশংসিত হয়েছে অ্যাড ভিশন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের ক্ষেত্রে সাহসী নেতৃত্বের অপ্রতিদ্বন্দ্বী নাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ফোরামের চেয়ারম্যান ও  বিশিষ্ট সাংবাদিক শিব্বির আহমেদ ওসমানী, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের মহাব্যবস্হাপক ও নজরুল গবেষক এম এ সবুর, বিশিষ্ট লেখক ও গবেষক কামরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী হেলাল উদ্দিন সিকদার, বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকার নেতা মো. ওসমান গণি, বিশিষ্ট সমাজসেবী ও মানবিক সংগঠক ইন্জিনিয়ার মো. নুরুল আলম উজ্জ্বল।সংগঠনের যুগ্ম মহাসচিব ও সাংবাদিক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন অ্যাড ভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব, পরিবেশ সংগঠক ও কণ্ঠশিল্পী মো. মাসুদ রানা। অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা জানান সংগঠনের চেয়ারম্যান শেখ নওশেদ সরোয়ার পিল্টু।সভায় আরও বক্তব্য রাখেন দৈনিক আজকের মানব সময়ের সম্পাদক মোসলেহ উদ্দিন বাহার, রাউজান প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, যুগ্ম মহাসচিব মো. নুরুল হুদা চৌধুরি, মহিলা বিষয়ক সম্পাদক সাবরিনা আফরোজা, সাংগঠনিক সম্পাদক রুবেল দে, মানবাধিকার নেতা মো. ফারুক আহমদ, মো. রফিকুল ইসলাম, আলহাজ মোহাম্মদ মুসা, কবি সজল দাশ, আহমদুল হক বাবুল, মো. আজগর হোসেন তালুকদার, মো. ইব্রাহিম হোসেন, শারমিন আকতার, জুঁই মজুমদার, সঞ্জয় বড়ুয়া, কাজী মুহাম্মদ এনামুল হক, ইকবাল আহমেদ, আয়েশা ছিদ্দিকা, লিয়াকত হোসেন লিমন, আরফাত হোসেন, রাজিব নন্দী ও আসিফ ইকবাল।আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ সংগঠনের সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে কেক কাটায় নেন এবং এর পর সংগঠনের নতুন নেতৃবৃন্দকে দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিক দায়িত্বপত্র তুলে দেন। পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং সব শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।