জাগপা’র সম্পাদক হলেন শিবপুরের ইঞ্জিনিয়ার এনামুল হক
সাজেদুল হক প্রান্ত, নরসিংদী: জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কেন্দ্রীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নরসিংদীর শিবপুরের কৃতিসন্তান ইঞ্জিনিয়ার এনামুল হক।২৭ ডিসেম্বর শুক্রবার রাজধানীতে জাগপার এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে শিবপুরবাসীর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।উল্লেখ্য, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল। এর প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধান।১৯৮০ সালের ৬ এপ্রিল রমনার সবুজ চত্বরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি জাগপা গঠন করেন। বর্তমান সভাপতি তাসমিয়া প্রধান। দলটি বিশ দলীয় জোটের একটি শরীক দল।