বাগেরহাটে আন্তর্জাতিক ও জাতীয় ক্রীড়া দিবস পালিত
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে আন্তর্জাতিক ও জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।৬ এপ্রিল রবিবার সকাল ১১:৩০ টায় জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে র্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. আরিফুল ইসলাম, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, যুব উন্নয়নের উপর পরিচালক মো. আব্দুল কাদের, শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমেদ, সাঁতার প্রশিক্ষক যতীন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ।