• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ দুপুর ০২:০৪:০৪ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ দুপুর ০২:০৪:০৪ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু সনদ দিবস উদযাপিত

মানিকগঞ্জ প্রতিনিধি: ‘জন্ম মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন’- এই প্রতিপাদ্যে মানিকগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপিত হয়েছে।দিবসটি উপলক্ষে ৬ অক্টোবর রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. তরিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা আক্তার, মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য-সচিব শাহানুর ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার সরকার প্রমুখ।বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু সনদ দেওয়ার ক্ষেত্রে আইন সহজীকরণ এবং সেবা প্রদানকারী কার্যালয়সমূহের সংশ্লিষ্ট ব্যক্তিদের আন্তরিক হতে হবে।