• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:০৬:০১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:০৬:০১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

‘১২ কোটি নাগরিক পাবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র’

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: দেশের প্রায় ১২ কোটি নাগরিকের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম। ২ আগস্ট বুধবার দুপুরে ঢাকার নবাবগঞ্জে ওয়াছেক মিলনায়তনে এই উপজেলার নাগরিকদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস আয়োজিত অনুষ্ঠানে সচিব আরও বলেন, এ পর্যন্ত প্রায় ৮ কোটি স্মার্ট পরিচয়পত্র দেয়া হয়েছে। নির্বাচনের আগেই পর্যায়ক্রমে আরও বিতরণ করা হবে।স্মার্ট জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব তুলে ধরে নির্বাচন কমিশন সচিব বলেন, এ স্মার্ট পরিচয়পত্রের মাধ্যমে একজন বাংলাদেশী নাগরিককে সহজেই নিশ্চিত করা যাবে। এমনকি এটি নকল করে একজনের কার্ড অন্যজন ব্যবহার করতে পারবে না। এই স্মার্ট পরিচয়পত্রটির গুরুত্ব অনেক, তাই সবাইকে সচেতনভাবে এটি ব্যবহার করতে হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নির্বাচন কমিশন সচিবালয়ের (আইডিইএ) প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসেন খান।উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আ. হালিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, উপজেলা প্রকৌশলী জুলফিকার হক চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখ, শিকারীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলিমুর রহমান খান পিয়ারা, কলাকোপা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল, কৈলাইল ইউপি চেয়ারম্যান বশির আহমেদ, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্যুৎ সরকার রুদ্রসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।