নীলফামারীতে জাতীয় প্রবাসী দিবস উদযাপন
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।৩০ ডিসেম্বর শনিবার দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে একটি র্যালি বের করা হয়।র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে। টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রশিদা আক্তার।সভা শেষে সম্ম্মাননা প্রদান এবং সুরাইয়া আক্তার শিউলি ও সুবা তাসনিমসহ অন্যান্যদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয় । জেলায় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ফরহাদ বাদশা ও সারা মিলিটা ঢালিকে অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় ।প্রসঙ্গত, র্যালি ও আলোচনা সভায় প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণে প্রণোদনা প্রদানসহ বিমানবন্দরে নানান ঝামেলার সঠিক সমাধান দাবি করেন বক্তারা।