বাগেরহাটে নতুন ভোটার ১১ হাজার ৪০০ জন
বাগেরহাট প্রতিনিধি: ২ মার্চ রোববার সকালে ভোটার দিবস উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে’ এই শ্লোগানকে ধারণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে জাতীয় ভোটার দিবসের কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান।আলোচনা সভায় জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলাম জানান, বাগেরহাটে নতুন করে ১১ হাজার ৪০০ জন নাগরিক ভোটার হয়েছেন। এই নিয়ে বাগেরহাট জেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়ালো ১৩ লক্ষ ১৭ হাজার ৭৬৩ জন।তিনি বলেন, বয়স ১৮ বছর হলেই সঠিক তথ্য প্রদান করে ভোটার হতে হবে। দ্বৈত ভোটার বা কোন প্রকার মিথ্যা তথ্য দিয়ে ভোটার হওয়া যাবে না। ভোটার হওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।ভোটার দিবসের আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. ছায়েদুর রহমান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন অর রশিদ, প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাংবাদিক আলী আকবর টুটুল প্রমুখ। আলোচনা সভা শেষে নতুন ভোটারদের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়।