• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৮:১২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৮:১২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

দ্রুত বিচার পাওয়া নাগরিকদের সাংবিধানিক অধিকার: প্রধান বিচারপতি

বান্দরবান প্রতিনিধি: প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দ্রুত বিচার পাওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে। দ্রুত বিচার পাওয়া যেমন সাংবিধানিক অধিকার, তেমনি দ্রুত বিচার প্রদান করাও বিচারপতিদের নৈতিক কাজ।২৬ জানুয়ারি শুক্রবার দুপুরে বান্দরবান জেলা দায়রা ও জজ আদালত চত্বরে এক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।এ সময় গণপূর্ত অধিদফতরের অর্থায়নের সাড়ে ৫১ লক্ষ টাকা ব্যায়ে ‘বিচারপ্রার্থী বিশ্রামাগার ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।অনুষ্ঠানে জেলা দায়রা ও জজ আদালতের বিচারক ফজলে এলাহী ভূইয়াসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুষ্ঠু বিচার থেকে কেউ যেন বঞ্চিত না হয় সেদিকে নজর রাখারও আহ্বান জানান বক্তারা।