জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত
ঈদগাঁ (কক্সবাজার) প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির অভিষেক ও পিকনিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২০ জানুয়ারি শনিবার সকাল দশটায় কলাতলী ডিঙি রেস্টুরেন্টে এ অভিষেক অনুষ্ঠিত হয়।অভিষেক অনুষ্ঠানটি উদ্বোধন করেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাজান মোল্লা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।বিশেষ অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব কামরুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সভাপতি নুরুল আমিন হেলালী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির ঈদগাঁও উপজেলা প্রতিনিধি ওসমান গনি ইলি। বক্তব্যকালে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, সাংবাদিকদের লেখনির মাধ্যমে কক্সবাজারের পর্যটন শিল্প অনেক বেশি সমৃদ্ধ হচ্ছে। দেশের উন্নযনে সাংবাদিকদের ভূমিকা কোন অংশে কম নয়। আমার জীবনের প্রথম সম্মাননা স্বারক আমি জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকেই পেয়েছিলাম। সাংবাদিকরা দেশ ও জাতির বিবেক।