• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ বিকাল ০৪:৪০:১৫ (21-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ বিকাল ০৪:৪০:১৫ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

মনিরামপুরে জামায়ত নেতার মাছ লুট, বিএনপির দুই নেতা বহিষ্কার

মনিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মনিরামপুরে জামায়াত নেতার আলমসাধু ভর্তি মাছ লুট করে বিক্রির অভিযোগে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।২০ জানুয়ারি সোমবার জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু এ তথ্য নিশ্চিত করেছেন। বহিষ্কৃতরা হলেন- মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন বিএনপির সদস্য মাহাবুবুর রহমান ও ওয়ার্ড বিএনপির সদস্য রাজিব হোসেন।জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুজনকে বহিষ্কার করা হয়েছে। দলের কঠোর নির্দেশনা রয়েছে, কেউ শৃঙ্খলাপন্থী কাজ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।এর আগে ১৮ জানুয়ারি শনিবার আলমসাধু ভর্তি মাছ লুট করার অভিযোগ উঠে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। তারা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য’র মাছ ভেবেই সেগুলো লুট করে বাজারে বিক্রি করেন। পরদিন রোববার সিসিটিভির ফুটেজ দেখে মাছ লুটের ঘটনায় জড়িত থাকা দুজনকে চিহ্নিত করা হয়। পরে তাদের কাছ থেকে মাছ বিক্রির টাকা উদ্ধার করে মালিকপক্ষকে ফিরিয়ে দেওয়া হয়।বিষয়টি খতিয়ে দেখতে জেলা বিএনপির তদন্ত শুরু করে। তদন্তে সত্যতা পেয়ে এ ঘটনার জেরে ইউনিয়ন বিএনপির দুই সদস্যকে বহিষ্কার করা হয়।