দোয়ারাবাজারে পিতার মৃত্যুতে দুই দিনের জামিনে মুক্তি যুবলীগ নেতার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পিতার জানাজায় অংশ গ্রহণ করার জন্য দুই দিনের জন্য জামিনে মুক্তি পেলেন যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম।৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও পঞ্চায়েতি কবরস্থানে তার পিতা মরহুম ছবদিল আলমকে দাফন করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মরহুম ছবদিল আলম এলাকার একজন বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।উল্লেখ্য, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের জড়ো করে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা নাশকতা মামলায় দোয়ারাবাজার উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেফতার দেখিয়ে পুলিশ তাকে কারাগারে পাঠায়। বিশেষ বিবেচনায় দুইদিনের জন্য মুক্তি দিয়ে তাকে তার পিতার জানাজায় শরিক হওয়ার সুযোগ প্রদান করা হয়। বর্তমান অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানান মরহুমের শোকাহত পরিবারবর্গ।