• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৩৮:৪৪ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৩৮:৪৪ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক কারাগারে

জয়পুরহাট‌ প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাজেউল ইসলাম সাজুর জামিন না মঞ্জুর করেছেন জয়পুরহাট জেলা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ৪ মার্চ মঙ্গলবার এই বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে ওই শিক্ষকের জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।জানা যায়, বিদ্যালয়ের শিক্ষক সাজেউল ইসলাম সাজু গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় রফিকুল আলম নান্টুর ছেলেকে বাড়ি পাশে ডেকে নিয়ে দুই হাত দিয়ে জড়ায়ে ধরে তার গালে কামড় এবং গোপনাঙ্গে হাত দেয়। এরপর থেকে ছেলেকে অন্যমনস্ক দেখতে পেয়ে কারণ জিজ্ঞাসা করলে সে তার বাবা নান্টুকে সবকিছু খোলে বলে। এ সময় তার গালে কামড়ের লাল গোলাকার চিহ্নের দাগ দেখতে পাওয়া যায়।ছেলেকে মানসিকভাবে বিপর্যস্ত দেখে ছাত্রের বাবা নান্টু তালুকদার গত ১২ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। প্রতিকার না পেয়ে অবশেষে নান্টু তালুকদার গত ২৭ জানুয়ারি ২০২৫ তারিখে জয়পুরহাট জেলা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। এই মামলায় অভিযুক্ত শিক্ষক জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করেন।