• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:১৮:৪৭ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:১৮:৪৭ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

নেত্রকোনায় টেন্ডার জালিয়াতির অভিযোগে তদন্ত কমিটি গঠন

নেত্রকোণা প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে নেত্রকোণা জেলায় এইচবিবি হেরিং বোন প্রকল্পের টেন্ডারে জালিয়াতির অভিযোগ তদন্তে এডিসি জেনারেলকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।২০২৪-২০২৫ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে নেত্রকোণা জেলার ১০ উপজেলায় ১৩টি প্যাকেজে ‘গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে এইচবিবি (হেরিং বোন বোন্ড) প্রকল্পে মোট ৯ কোটি ৩৯ লাখ ২ হাজার টাকার দরপত্র আহ্বান করা হয়।দরপত্রে নেত্রকোণা জেলা ত্রাণ কর্মকর্তার কার্যালয়ের স্টাফদের যোগসাজশে ড্রপিংকৃত সিডিউল চুরি, টেন্ডারে সিন্ডিকেট, জালিয়াতিসহ অনিয়ম-দুর্নীতির অভিযোগে ২১ জানুয়ারি জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ঠিকাদাররা। পরে সংবাদ সম্মেলন করেন মেসার্স দিনার এন্টারপ্রাইজ ও এনএসি ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের ঠিকাদার মেহেদী হাসান দিনার ও চন্দন দেবনাথ।লিখিত অভিযোগে উল্লেখ, নেত্রকোণা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার অফিস থেকে স্টাফদের যোগসাজশে মেসার্স দিনার এন্টারপ্রাইজের ড্রপিংকৃত সিডিউল চুরি হয়ে যায়। পরে ঠিকাদারদের তৎপরতায় কলমাকান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক হোসাইন বিন মাহমুদের কাছ থেকে সিডিউল উদ্ধার হয়। সিডিউল চুরির ঘটনায় হোসাইন বিন মাহমুদ নামে একজনকে বরখাস্তও করা হয়।ভুক্তভোগী ঠিকাদারদের অভিযোগ, সিডিউল উদ্ধার হলেও সিডিউল ড্রপিং এর সময় অতিবাহিত হওয়ায় মদন উপজেলায় ড্রপ করা যায়নি। এমনকি উদ্ধারকৃত সিডিউল পুনরায় ড্রপ করে সিএস লিস্টে নাম অন্তর্ভুক্তির পরও সড়ক ও জনপদের লাইসেন্সকে মানি রিসিট আখ্যা দিয়ে লটারিতে অংশগ্রহণ করতে না দেয়ার অভিযোগ আটপাড়া উপজেলা মূল্যায়ন কমিটির বিরুদ্ধে।এনিয়ে এশিয়ান টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ঠিকাদাররা।