মানিকগঞ্জে জাসাসের কর্মী সমাবেশ ও আলোচনা সভা
মানিকগঞ্জ প্রতিনিধি: জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মানিকগঞ্জ সদর উপজেলার উদ্যোগে কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে কৃষ্ণপুর ইউনিয়নের বারাহি জান্নাকান্দি এলাকায় আয়োজিত এই সভার উদ্বোধক ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য মাজহারুল ইসলাম পায়েল।মানিকগঞ্জ সদর উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আব্দুল আলীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. গোলাম আবেদীন কায়সার।এছাড়া, মানিকগঞ্জ জেলা জাসাসের সদস্য সচিব শামীম বিশ্বাস, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস লোটাস, আইন বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ইমরান আরেফিন সানি, যুগ্ম আহ্বায়ক জিয়ায়ুল হক শাওনসহ অনেকে উপস্থিত ছিলেন।