• ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:০০:২২ (04-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:০০:২২ (04-Dec-2024)
  • - ৩৩° সে:

২০ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘মৃত্যুঞ্জয়ী’

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ৮ ডিসেম্বর শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে সরকারের অনুদানে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মৃত্যুঞ্জয়ী’। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তিযুদ্ধভিত্তিক এ সিনেমাটির পরিচালক উজ্জ্বল কুমার।জানা গেছে, সংগীতা (খুলনা), প্রিয়া (ঝিনাইদহ), মধুমিতা (মাগুরা), মোহন (হবিগঞ্জ), স্বপ্নীল (কুষ্টিয়া), পূরবী সিনেমা (মনিরামপুর), তুলী সিনেমা (নাবারণ), পূর্বাশা সিনেমা (শান্ডাহার)-সহ প্রায় ২০টি সিনেমা হলে চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে।পাশাপাশি আরও কয়েকটি সিনেমা হল বাড়তে পারে বলে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা।ছবির গল্প প্রসঙ্গে উজ্জ্বল কুমার জানান, বাংলাদেশি বংশদ্ভূত হিমাংশু প্রায় ৫০ বছর পর দেশে আসে ‘বাংলাদেশে চিত্রকলায় মুক্তিযুদ্ধের প্রতিফলন’ শীর্ষক গবেষণার জন্য। হিমাংশুর গবেষণার মধ্য দিয়ে উঠে আসে এদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু হত্যা, যুদ্ধের সময় ফেলে যাওয়া হিমাংশুর জন্মভিটা; তার হারিয়ে যাওয়া শৈশব।চলচ্চিত্রটি সিনেমা হলে গিয়ে দেখার আমন্ত্রণ জানিয়ে চলচ্চিত্রটির পরিচালক বলেন, ‘মুক্তিযুদ্ধের অনেক না বলা অধ্যায় উঠে আসবে চলচ্চিত্রটিতে। আশা করি ভিন্ন ধরনের একটি চলচ্চিত্র ও এর নির্মাণ শৈলী দর্শক উপভোগ করবেন।’‘মৃত্যুঞ্জয়ী’র গবেষণা, কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ড. সাজেদুল আউয়াল। প্রযোজনা করেছেন বদরুন নেছা খানম।২০২০-২১ অর্থ বছরে অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন হামিদুর রহমান, জাহিদ হোসেন শোভন, আমিনুর রহমান মুকুল, কাজী রাজু, মাসুম বাশার, ফারজানা ছবি, নরেশ ভুঁইয়া, আশরাফুল আশীষ প্রমুখ।চলচ্চিত্রটিতে চিত্রগ্রহণ করেছেন আহমেদ হিমু, সম্পাদনা, শব্দ ও রঙ বিন্যাসে সুজন মাহমুদ। আবহ সংগীত করেছেন এবাদুল হক সৈকত।