জিনের মাধ্যমে গুপ্তধন পাইয়ে দেয়ার নামে প্রতারণা : টাকা নিতে এসে আটক ২
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে জিনের মাধ্যমে গুপ্তধন পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে দুই লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার সময় দুই প্রতারককে আটক করেছে পুলিশ।পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামান দুই প্রতারক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুজনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।মোবাইল ফোনে জিনের বাদশা পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করে আসছিল একটি চক্র। এই চক্রের সদস্যরা সাধারণ মানুষকে টার্গেট করে গভীর রাতে মোবাইল ফোনে কল দেয়। পরে কৌশলে বিভিন্ন কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করে থাকে।২৩ মার্চ রোববার ভোরে পঞ্চগড় সদর উপজেলার কাকপাড়া এলাকায় প্রতারণার অভিযোগে বাচু মিয়া (৩২) ও মো. সাইদুল ইসলাম (৩৫) নামে দুজনকে আটক করে পুলিশ। এর আগে জিনের মাধ্যমে কাকপাড়া এলাকার মৃত সবির উদ্দিনের ছেলে আব্দুর রহমানের কাছে স্বর্ণালঙ্কার ও গুপ্তধন দেওয়ার লোভ দেখিয়ে দুই লক্ষ টাকা দাবি করে ওই দুই প্রতারক।দাবিকৃত টাকা নিতে বাড়িতে এলে ভুয়া স্বর্ণালংকার সহ তাদেরকে আটকে রেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে ওই দুই প্রতারককে আটক করে পুলিশ। বাচু মিয়া একই উপজেলার মীরগর মালীপাড়া এলাকার মৃত অসীম উদ্দিনের ছেলে ও সাইদুল নতুনহাট কাক পাড়া এলাকার বাসিন্দা।স্থানীয় ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম জানান, জিনের মাধ্যমে এর আগেও প্রতারণা করে টাকা নিয়েছিল এই প্রতারকরা। আজকে আবার নকল স্বর্ণালঙ্কার দিয়ে টাকা নিতে গেলে গ্রামবাসী মিলে তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে গেছে।