• ঢাকা
  • |
  • রবিবার ৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৫৭:০৪ (20-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৫৭:০৪ (20-Apr-2025)
  • - ৩৩° সে:

সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ আসামি ট্রাইব্যুনালে হাজির

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে সাবেক ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাসহ ১৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।    আজ ২০ এপ্রিল রোববার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজনভ্যানে করে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারিক প্যানেলে শুনানির কথা রয়েছে।প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ বলেন, জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রীসহ ১৯ জনকে হাজির করা হয়েছে। দুপুর ১২টায় শুনানি হতে পারে। তবে তাদের বিরুদ্ধে এখনো প্রতিবেদন তৈরি না হওয়ায় আজ সময় চাইবে প্রসিকিউশন।১৯ আসামি হলেন–আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী ও সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক, আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম।এ ছাড়াও হাজি সেলিমের ছেলে সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম, সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকেও হাজির করা হয়েছে।