• ঢাকা
  • |
  • রবিবার ৯ই চৈত্র ১৪৩১ সকাল ০৭:২১:০২ (23-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৯ই চৈত্র ১৪৩১ সকাল ০৭:২১:০২ (23-Mar-2025)
  • - ৩৩° সে:

বীরগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ আটক ৬

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: ‎দিনাজপুরের বীরগঞ্জে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১০ হাজার ৫৪০ টাকাসহ ৬ জুয়ারিকে আটক করেছে পুলিশ।২০ মার্চ বৃহস্পতিবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ উপজেলার সামাজিক বন থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়।পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ উপজেলার সামাজিক বন থেকে জুয়া খেলা অবস্থায় পাল্টাপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে সাবেক মেম্বার কাঞ্চু শেখ (৪৫), পৌরসভার মাকড়াই গ্রামের আব্দুল হাকিমের ছেলে আব্দুল মতিন (৫২), হাটখোলা এলাকার রমজান আলীর ছেলে আনিছুর রহমান (৪০), মাকড়াই সুজালপুর এলাকার অমূল্য চন্দ্র রায়ের ছেলে বিমল চন্দ্র রায়(৩৫), পৌরসভার মাকড়াই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে রাজু ইসলাম (৪০), পৌরসভার মাকড়াই গ্রামের মৃত খতিব উদ্দিনের ছেলে  হামিদুল ইসলামকে (৩০) জুয়া খেলার সরঞ্জাম, নগদ অর্থ সহ হাতেনাতে আটক করে বীরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল গফুর জানান,ছয়জন জুয়ারির বিরুদ্ধে জুয়া নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।তিনি আরও বলেন, বীরগঞ্জে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চল থেকে মাদক ও জুয়ারিদের আটক করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। এ উপজেলায় মাদক ও জুয়া নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।