সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্রকে জেল হাজতে প্রেরণ
খুলনা ব্যুরো: খুলনার ডুমুরিয়া উপজেলায় এক নারীকে অপহরণ ও ধর্ষণ সহযোগিতার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে নারায়ণ চন্দ্রকে আদালতে হাজির করা হলে চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুজ্জামান এ আদেশ দেন। এই মামলার আরেক আসামী ইমরানকেও জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়।এর আগে দুপুর একটার দিকে তাকে আদালতে আনার সময় বিক্ষুব্ধ জনতা নানা স্লোগান দেয়। এক পর্যায়ে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্রের গায়ে ডিম ছুড়ে মারে। মামলা সূত্রে জানা যায়, চলতি বছর জানুয়ারি মাসে তৎকালীন ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। পরবর্তীতে ওই নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে থাকাকালীন তাকে ফিল্মি স্টাইলে অপহরণ করে এজাজের সঙ্গীরা। এসব ঘটনায় সহযোগিতা করেন সাবেক ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। গত ৬ অক্টোবর মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় নারায়ণ চন্দ্রকে আটক করে বিজিবি।