নারায়ণগঞ্জের যানজট নিরসনে ডিসির একগুচ্ছ উদ্যোগ
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে রমজানকে কেন্দ্র করে শহরের যানজট নিরসনের জন্য একগুচ্ছ উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকেই নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।শহরের যানজট নিরসন করতে ইতিমধ্যে বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে যানজট নিরসনের করণীয় নির্ধারণে মতবিনিময় সভা করেছেন।৩ মার্চ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পুলিশ, ট্র্যাফিক বিভাগ, সিটি কর্পোরেশন, বিকেএমইএ প্রতিনিধিদের সমন্বয়ে একটি ফিডব্যাক সভা অনুষ্ঠিত হয়।এসময় জেলা প্রশাসক জানান, রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের ট্র্যাফিক ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো হয়েছে। পূর্বের সভার সিদ্ধান্ত মোতাবেক শহরে যানজট নিরসনের জন্য ট্র্যাফিক পুলিশের সাথে সিভিক ভলানটিয়ার ও সিটি কর্পোরেশনের নিয়োজিত কর্মীরা একযোগে কাজ করছে। এ কাজ সমন্বয়ের জন্য বিকেএমইএ এর পক্ষ থেকে সুপারভাইজার নিয়োগ করা হয়েছে।তিনি আরো বলেন, সিভিক ভলানটিয়ার হিসেবে ১৬০ জন এবং তাদেরকে তদারকির জন্য ১০ জন সুপারভাইজার কাজ করছে। নারায়ণগঞ্জ শহরের ৮ টি প্রবেশ পথ চিহ্নিত করা হয়েছে। এইসব পয়েন্ট থেকে ইজিবাইকসহ স্বল্পগতির যানবাহনগুলোকে গতিপথ পরিবর্তন করে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে শহরের ভিতরে অনুমোদনহীন গাড়ি প্রবেশ করতে পারছে না।তিনি বলেন, শহরের ভিতরে শুধু মাত্র সিটি কর্পোরেশন কর্তৃক অনুমতিপ্রাপ্ত ইজিবাইক ও স্বল্প গতি সম্পন্ন গাড়ি চলাচল করতে পারবে। সিটি কর্পোরেশন শহরের আটটি প্রবেশ পথে রোড সাইন স্থাপন করবে এবং সংশ্লিষ্ট রুটে চলাচলকারী গাড়িতে রং করার ব্যবস্থা গ্রহণ করবে। শহরের মীর জুমলা রোডে বাস চলাচল অব্যাহত থাকবে এবং এই রাস্তায় দোকান স্থাপনকারী অবৈধ হকার বা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।চাষাঢ়া মোড় থেকে সাইনবোর্ড অভিমুখী চাঁদমারি পর্যন্ত সড়ক ও জনপদ বিভাগ থেকে আগামী এক সপ্তাহের মধ্যে অস্থায়ী রোড ডিভাইডার স্থাপন করা হবে। সিভিক ভলানটিয়ার হিসেবে কাজ করা কর্মীদের পারিশ্রমিক বাবদ অর্থ বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার থেকে প্রদান করা হবে।