• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে চৈত্র ১৪৩১ রাত ০২:৪৫:৪৬ (09-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৫শে চৈত্র ১৪৩১ রাত ০২:৪৫:৪৬ (09-Apr-2025)
  • - ৩৩° সে:

শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি সোমবার দিনব্যাপী জেলা কমান্ড্যান্টের কার্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মো. আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম ও ২৫ আনসার ব্যাটালিয়ন মাদারীপুরের পরিচালক মো. আইয়ুব আলী।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভেদরগঞ্জ উপজেলা প্রশিক্ষক মো. নাজমুল হোসেনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন শরীয়তপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল নোমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা কমান্ড্যান্ট মো. জাহিদুল ইসলাম।  অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ গড়ায় আনসার বাহিনীর ভূমিকা সবচেয়ে বেশি। গ্রাম-গঞ্জে সব জায়গায় কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সারাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা অপরিসীম।৫ আগস্টের পর অনেকেই নিজ দায়িত্ব থেকে পিছপা হটলেও আনসার বাহিনী দায়িত্ব থেকে সরে দাঁড়ায়নি। অনুষ্ঠানে বক্তারা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর মঙ্গল কামনা করেন।