• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:০৮:৫৬ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:০৮:৫৬ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

নোয়াখালী জেলা স‌মি‌তির সভা অনু‌ষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা স‌মি‌তি, ঢাকার আহ্বায়ক ক‌মি‌টির সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।১৮ ডিসেম্বর বুধবার রাতে রাজধানীর নয়াপল্ট‌নের রূপায়ন তাজ টাওয়া‌রে স‌মি‌তির নিজস্ব কার্যাল‌য়ে এই সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপ‌তিত্ব ক‌রেন স‌মি‌তির আহ্বায়ক এম এ খান বেলাল। এ সময় বক্তারা, দলম‌তের ঊর্ধ্বে উ‌ঠে ও ভেদা‌ভেদ ভু‌লে নোয়াখালীবাসীর উন্নয়নে সবাই‌কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।সভায় বেশ ক‌য়েক‌টি সিদ্ধান্ত গৃহীত হয়। এর ম‌ধ্যে নতুন আজীবন সদস্য সংগ্রহ করা, নির্বাচন সফল কর‌তে স‌মি‌তি‌তে নতুন সদস্য সংখ্যা বাড়া‌নো, গঠনতন্ত্র সং‌শোধন করা, অ‌ডিট ক‌মি‌টি গঠন ও এ‌জিএমের তা‌রিখ নির্ধারণ করা, নির্বাচন ক‌মিশন গঠন ও অ‌ফি সহকারী নি‌য়ো‌গের সিদ্ধান্ত হয়।উল্লেখ্য, এম এ খান বেলা‌ল‌কে আহ্বায়ক ক‌রে গ‌ঠিত নতুন আহ্বায়ক ক‌মি‌টি‌তে কোন সদস্য স‌চিব রাখা হয়‌নি। এম এ খান বেলাল ভাই আহবায়ক, বাকি সবাই সদস্য।