• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩১ রাত ০৩:৩৯:৩৮ (15-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩১ রাত ০৩:৩৯:৩৮ (15-Mar-2025)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় কথিত জ্বীনের বাদশা গ্রেফতার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জ্বীনের বাদশা পরিচয় দেয়া ওমর ফারুক নামে এক প্রতারক করে আটক করেছে পুলিশ।১৪ মার্চ শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের তুপ্পার পাড় এলাকায় চাঁদা তুলতে গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।স্থানীয়রা জানান, ভদ্র জ্বীনের বাদশা নামে এই ব্যক্তি দীর্ঘদিন ধরে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জ্বীন হাজিরের মাধ্যমে বিভিন্ন কিছু সমাধান করবে বলে মানুষের কাছ থেকে টাকা নিয়ে ধোঁকাবাজি করে আসছে। কয়েকদিন আগেও তিনি এক শিক্ষকের অবসরের টাকা, আত্মীয় স্বজনকে দেয়া ধারের টাকা ফেরত এনে দেবে বলে ৩০ হাজার টাকা আত্মসাৎ করেন। এরপর থেকে তিনি নিরুদ্দেশ হয়ে যান। সম্প্রতি তিনি তার মেয়ের বিয়ে দিবে বলে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে চাঁদা নিচ্ছেন। শুক্রবার সোনারগাঁও এলাকায় চাঁদা নিতে গিয়ে জনতার হাতে আটক হয় স্বঘোষিত এই জ্বীন।এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক(তদন্ত) সুজন হাওলাদার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাকে থানায় নিয়ে আসা হয়েছে। এই ব্যাপার প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’