• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ১০:০৩:০১ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ১০:০৩:০১ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে বনের গহীন থেকে পোড়া মরদেহ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রায় ৭ দিন আগে নিখোঁজ হওয়া জাহাঙ্গির আলম (৩৬) নামের এক যুবকের পোড়া মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ।১৩ সেপ্টেম্বর শুক্রবার রাতে উপজেলার গলাচিপা বনের ভেতর থেকে ঝুলন্ত ও পুড়া অবস্থায় নিহতের মরদেহটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের লস্কারচালা ঝিনজিচালা এলাকার ইউসুফ আলির ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, একসপ্তাহ আগে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান জাহাঙ্গির আলম। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার তার ছোট ভাই আলমগির হোসেন কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। শুক্রবার বিকেলে গলাচিপা বনে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরিবারের লোকজন গিয়ে মরদেহ শনাক্ত করেন এবং রাত সাড়ে ৮টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।আলমগির হোসেন জানান, চার-পাঁচ বছর আগে জাহাঙ্গির বিয়ে করেন এবং তার স্ত্রী, তিন বছরের একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও পরিষ্কার নয়।কালিয়াকৈর থানার (ওসি) এ এফ এম নাছিম জানিয়েছেন, জাহাঙ্গির আলমের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।