• ঢাকা
  • |
  • রবিবার ৬ই বৈশাখ ১৪৩২ রাত ১২:০০:৫১ (20-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৬ই বৈশাখ ১৪৩২ রাত ১২:০০:৫১ (20-Apr-2025)
  • - ৩৩° সে:

২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনএসআই কর্মকর্তার বিরুদ্ধে

বাগেরহাট প্রতিনিধি: জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ কর্মকর্তা অহিদুল ইসলাম দুর্জয়ের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়া ও প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন হাফিজা আক্তার ঝুমুর নামের এক নারী।১৯ এপ্রিল শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে লিখিত অভিযোগের মাধ্যমে  অহিদুল ইসলাম দুর্জয়ের বিরুদ্ধে এই অভিযোগ তুলে ধরা হয়।  হাফিজা আক্তার ঝুমুর শরনখোলা উপজেলার নলবুনিয়া গ্রামের মৃত সিদ্দিক সরদারের কন্যা।লিখিত অভিযোগে ঝুমুর বলেন, শরনখোলা উপজেলার ছোট নলবুনিয়া গ্রামের আবু হানিফ মাওলানার ছেলে অহিদুল ইসলাম দুর্জয়ের সাথে ২০২০ সালে কোডেক এনজিওতে চাকুরী করার সুবাদে আমার পরিচয় হয়। সেই থেকে আমাদের মধ্যে ভাল সম্পর্ক গড়ে ওঠে এবং তখন ও আমার অনেক আপত্তিকর ছবিও তুলেছে।সেই ছবিগুলি আমার আত্মীয়-স্বজন ও আমার স্বামীকে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে আমাকে বিয়ের কথা বলে শারিরীক সম্পর্ক গড়ে তোলে। সেই থেকে অহিদুল বিভিন্ন সময় চাকুরী ও ব্যবসাসহ বিভিন্ন অজুহাতে আমার কাছ থেকে নগদ টাকা নেয়।পরে গত ২৫ নভেম্বর ২০২৩ সালে তার জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ কর্মকর্তা হিসাবে চাকরি হলে আমি আমার পাওনা টাকা ফেরত চাই। অহিদুল ইসলাম দুর্জয় আমাকে একটা ২০ লাখ টাকার চেক প্রদান করে। চেক নিয়ে ব্যাংকে টাকা তুলতে গেলে জানতে পারি ঐ চেকের মালিক তার সেজ ভাই মো. এনামূল হাওলাদার।আমি এ ঘটনায় ৯ এপ্রিল ২০২৪ ইং তারিখে চেক জালিয়াতির অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করি। এ মামলায় গত ১৬ মার্চ ২০২৫ তারিখে কোর্ট তাকে জেল হাজতে প্রেরণ করেন। এখনও সে বাগেরহাট জেলা কারাগারে আছে। অহিদুল ইসলাম দুর্জয়ের দ্বারা আমি মারাত্মকভাবে প্রতারিত হয়েছি। তার বিচার ও শাস্তির দাবি জানাই।