• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই বৈশাখ ১৪৩২ রাত ০৮:৪২:২৯ (29-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই বৈশাখ ১৪৩২ রাত ০৮:৪২:২৯ (29-Apr-2025)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে হিজড়া সেজে ছিনতাই, যুবক আটক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাইপাস এলাকায় ২৮ এপ্রিল সোমবার বিকেলে হিজড়া সেজে টাকা আদায়ের সময় এক যুবককে আটক করেছে স্থানীয়রা।প্রত্যক্ষদর্শীরা জানান, যুবকটি হিজড়ার বেশ ধরে বিভিন্ন দোকান ও গাড়ির যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করছিলেন। এছাড়া, প্রেমের ফাঁদে ফেলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।এক পর্যায়ে ভুক্তভোগীদের সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে উত্তেজিত এলাকাবাসী ওই যুবককে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে।এ ঘটনায় কালিয়াকৈর থানার (ওসি অপারেশন) যুবায়ের আহমেদ বলেন, স্থানীয় জনগণ আটক করে পুলিশে খবর দেয়, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।