• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ০৬:০১:৫০ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ০৬:০১:৫০ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

শরীয়তপুরে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩, সাড়ে ১৮ লাখ টাকা উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদরের মজিদ জরিনা ফাউন্ডেশন মার্কেটে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেডের গোডাউনে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেফতাররা হলেন- মেহেরাজ (৫০), মোরশেদ (৩০) ও মিলন মোল্লা (৩০)। এ সময় তাদের কাছ থেকে ১৮ লাখ ৫৮ হাজার ৯৬৫ টাকা উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি রাত ১টা থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে সংঘবদ্ধ ডাকাত দল মজিদ জরিনা ফাউন্ডেশন মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেডের অফিসের গোডাউনে হানা দেয়। তারা গোডাউনের পশ্চিম পাশের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে বিক্রয়কেন্দ্রের সহকারী গোডাউন কিপার লাকু খান, সহকারী কম্পিউটার অপারেটর শাকিল ও পিয়ন মোহাম্মদ আলীকে মারধর করে হাত-পা বেঁধে ফেলেন।এরপর ডাকাতরা ক্যাশ ভল্ট কেটে মোট ১ কোটি ৩৪ লাখ ২৫ হাজার ৫০৭ টাকা লুট করে নিয়ে যায়। এছাড়াও অফিসের ১৬টি সিসি ক্যামেরা, ডিডিআর ও এনডিআর খুলে নিয়ে যায় যাতে তাদের শনাক্ত করা না যায়। ঘটনার পর ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পক্ষ থেকে মো. শফিউল আলম শিহাব বাদী হয়ে পালং থানায় একটি ডাকাতি মামলা করেন।পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮ লাখ ৫৮ হাজার ৯ শত ৬৫ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ১ টনের একটি পিকআপ ভ্যান, ১৫০ সিসির পালসার মোটরসাইকেল, বিভিন্ন ব্র্যান্ডের ৫০টি মোবাইল ফোন, ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেফতার তিনজনের বিরুদ্ধেই দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এই ডাকাত চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।