• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই মাঘ ১৪৩১ রাত ০৩:৫৮:০২ (29-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৫ই মাঘ ১৪৩১ রাত ০৩:৫৮:০২ (29-Jan-2025)
  • - ৩৩° সে:

কুমিল্লায় ১৬ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ১৬ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য ৩২ লাখ ৮০ হাজার টাকা।২ জানুয়ারি বৃহস্পতিবার বিজিবির অধীনস্থ যশপুর বিওপির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।বিজিবি সূত্রে জানা যায়, যশপুর বিওপির টহলদল বাংলাদেশের অভ্যন্তরে শালবাগান এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ভারত থেকে পাচারকৃত ১৬,৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাপেন্টাডল ট্যাবলেটের বাজারমূল্য প্রায় ৩২ লাখ ৮০ হাজার টাকা।কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।