সাভারে নারীদের উত্ত্যক্ত করার অভিযোগে টিকটকার হৃদয় গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারে নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করার অভিযোগে খালিদ মাহমুদ হৃদয় খান নামে এক টিকটকারকে আটক করেছে পুলিশ।১০ মার্চ সোমবার বিকেলে সাভারের আমিনবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।এ বিষয়ে সোমবার রাতে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলন করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।তিনি জানান, আটক যুবক সাভারের বিভিন্ন স্থানে নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করাসহ পাগলের বেশ ধরে বিভিন্ন মেয়েদের হিজাব ছাড়া বের না হওয়ার জন্য অশালীন মন্তব্য করে ভিডিও করে টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আপ করে।তিনি আরও জানান, সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, ওই যুবক দুজন হিন্দু ধর্মের মেয়েকে উদ্দেশ্য করে হিজাব বা বোরখা পরার কথা বলে অশালীন ও আপত্তিকর মন্তব্য করে। যার কারণে তার বিরুদ্ধে সমাজে শান্তিপূর্ণভাবে বসবাসরত হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরোধ সৃষ্টির অভিযোগ ওঠে। ওই যুবকের এমন কাজের কারণে সমাজে অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।